মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ২৯
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যবাহর পশুর প্রতি কোমলতা প্রদর্শন করা, দ্রুত যবাহ করা, ছুরি ধার দেওয়া এবং দুধেল ও বাচ্চাবিশিষ্ট পশু যবাহ না করা।
২৯। জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলে আমি একটি ছাগল যবাহ করার জন্য তার দিকে ছুটে গেলাম। তখন সে চিৎকার করল। রাসূলুল্লাহ (ﷺ) তার চিৎকার শুনে বললেন, হে জাবির, দুগ্ধবতী এবং গর্ভবতী ছাগল যবাহ কর না। এরপর জাবির (রা) বললেন, ইয়া নাবিয়্যাল্লাহ, এটা অল্প বয়স্ক। এটাকে আমি কাঁচা এবং পাকা খেজুর খাইয়েছি। এর ফলে সে মোটা হয়ে গেছে।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصيد والذبائح
باب الرفق بالذبيحة والإجهاز عليها وحد الشفرة وترك ذات الدَّر والنسل
عن جابر بن عبد الله (4) قال دخل علىّ رسول الله صلى الله عليه وسلم فعمدت إلى عنز لأذبحها قبعث فسمع ثغوتها، فقال يا جابر لا تقطع درّا ولا نسلاً (5) فقال يا نبى الله إنما هى عتودة (6) علفتها البلح والرطبة حتى سمنت