মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ২৮
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যবাহর পশুর প্রতি কোমলতা প্রদর্শন করা, দ্রুত যবাহ করা, ছুরি ধার দেওয়া এবং দুধেল ও বাচ্চাবিশিষ্ট পশু যবাহ না করা।
২৮। মু'আবিয়া ইবন কুররা (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! নিশ্চয় আমি বকরী যবাহ করাকালে তার প্রতি দয়া প্রদর্শন করি। তিনি বললেন, যদি তুমি বকরীর ওপর দয়া কর তবে আল্লাহ তোমার ওপর দয়া করবেন।
(বাযযার, তবারানী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصيد والذبائح
باب الرفق بالذبيحة والإجهاز عليها وحد الشفرة وترك ذات الدَّر والنسل
عن معاوية بن قرة عن أبيه (2) أن رجلاً قال يا رسول الله أنى لأذبح الشاة وأنا أرحمها (3) أو قال إنى لأرحم الشاة أن أذبحها، فقال والشاة إن رحمتها يرحمك الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান