মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ২৭
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যবাহর পশুর প্রতি কোমলতা প্রদর্শন করা, দ্রুত যবাহ করা, ছুরি ধার দেওয়া এবং দুধেল ও বাচ্চাবিশিষ্ট পশু যবাহ না করা।
২৭। আবদুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন চড়ুইকে তার হক আদায় না করে যবাহ করে আল্লাহ তা'আলা তাকে এ সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তাকে জিজ্ঞাসা করা হল, তার হক কী? তিনি বললেন, তাকে উত্তমরূপে যবাহ করবে এবং তাকে ঘাড়ে ধরে কেটে ফেলবে না।
(নাসাঈ। হাদীসটির সনদ হাসান।)
كتاب الصيد والذبائح
باب الرفق بالذبيحة والإجهاز عليها وحد الشفرة وترك ذات الدَّر والنسل
عن عبد الله بن عمرو (1) أن رسول الله صلى الله عليه وسلم قال منذ بح عصفوراً بغير حقه سأله الله عز وجل عنه يوم القيامة، قيل وما حقه؟ قال يذبحه ذبحاً ولا يأخذ بعنقه فيقطعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান