মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ৩০
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে সব বস্তু দ্বারা রক্ত প্রবাহিত হয় সেগুলো দ্বারা যবাহ করা বৈধ। তবে দাঁত ও নখ ব্যতিক্রম। পলাতক উটের বিধান।
৩০। ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, এক মহিলা কা'ব ইবন মালিকের বংশের ছাগল সালা' নামক স্থানে চড়াত। একদা একটি বকরীর ব্যাপারে তার আশংকা হল সেটি মারা যাবে। তখন সে সেটাকে ধারালো পাথর দ্বারা যবাহ করল। নবী (ﷺ)-এর নিকট এটা বলা হলে তিনি তাদেরকে তা খেতে নির্দেশ দিলেন।
(বাযযার, তবারানী। আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصيد والذبائح
باب جواز الذبح بكل ما أنهر الدم إلا السن والظُّفر وما يفعل بالبعير الناد
عن ابن عمر (7) أن امرأة كانت ترعى على آل كعب بن مالك غنماً بسلع (8) فخافت على شاة منها الموت فذبحتها بحجر (9) فذكر ذلك للنبى صلى الله عليه وسلم فأمرهم بأكلها
tahqiqতাহকীক:তাহকীক চলমান