মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ২৩
শিকার ও যবাহ অধ্যায়
যবাহ এবং এর অত্যাবশ্যকীয় ও মুস্তাহাব বিষয়াবলী

পরিচ্ছেদ: 'বিসমিল্লাহ' বলা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবাহ করা।
২৩। সালিম (র) থেকে বর্ণিত যে, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা)-কে রাসূলুল্লাহ (ﷺ) হাদীস বর্ণনা করতে শুনেছেন যে, একদা তিনি যায়দ ইবন আমর ইবন নুফায়ল-এর সঙ্গে বালদাহ নামক স্থানের পাদদেশে সাক্ষাত করেন। এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর ওহী অবতীর্ণ হওয়ার পূর্বের ঘটনা। রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট গোশত ভর্তি একটি খাবার পাত্র পেশ করলেন। কিন্তু সে তা খেতে অস্বীকার করল। তারপর বলল, তোমরা (তোমাদের মূর্তির নামে) নির্ধারিত পাথরে যা যবাহ কর আমি তা খাই না এবং যে পশু যবাহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে আমি কেবল সে পশুই খাই। এটা আবদুল্লাহ ইবন উমর (রা) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন।
(বুখারী, নাসাঈ)
كتاب الصيد والذبائح
أبواب الذبح وما يجب له وما يستحب

باب ما جاء في التسمية والذبح لغير الله
عن سالم (6) أنه سمع عبد الله (يعني ابن عمر) يحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه لقى زيد بن عمر بن نفيل بأسفل بلدح (7) وذلك قبل أن ينزل على رسول الله صلى الله عليه وسلم الوحي فقدم (8) إليه رسول الله صلى الله عليه وسلم سفرة (9) فيها لحم فأبي أن يأكل منها، ثم قال إني لا آكل ما تذبحون على أنصابكم (1) ولا آكل إلا مما ذكر اسم الله عليه (2) حدث هذا عبد الله بن عمر عن رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান