মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ২৪
শিকার ও যবাহ অধ্যায়
যবাহ এবং এর অত্যাবশ্যকীয় ও মুস্তাহাব বিষয়াবলী

পরিচ্ছেদ: 'বিসমিল্লাহ' বলা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবাহ করা।
২৪। আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, যা আমি শিকার করে থাকি। তিনি বললেন, তোমরা যা দ্বারা ইচ্ছা আল্লাহর নাম উচ্চারণ করে রক্ত প্রবাহিত কর এবং খাও।
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, হাকিম, ইবন হিব্বান। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। তবে আবু দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেননি।)
كتاب الصيد والذبائح
أبواب الذبح وما يجب له وما يستحب

باب ما جاء في التسمية والذبح لغير الله
عن عدى بن حاتم (3) قال سالت النبى صلى الله عليه وسلم عن الصيد أصيده (4) قال أنهروا الدم (5) بما شئتم واذكروا اسم الله (6) وكلوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান