মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ২২
শিকার ও যবাহ অধ্যায়
যবাহ এবং এর অত্যাবশ্যকীয় ও মুস্তাহাব বিষয়াবলী

পরিচ্ছেদ: 'বিসমিল্লাহ' বলা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবাহ করা।
২২। আবু তুফায়ল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী (রা)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে গোপনে যা বলেছেন তা হতে আমাদেরকে কিছু সংবাদ দিন। তিনি বললেন, মানুষের নিকট গোপন রেখেছেন এমন কিছুই তিনি আমাকে গোপনে বলেন নি। তবে আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু যবাহ করে আল্লাহ তার ওপর লা'নত করেন। যে ব্যক্তি কোন অপরাধীকে আশ্রয় দেয় আল্লাহ তাকে লা'নত করেন। যে ব্যক্তি তার স্বীয় পিতামাকে লা'নত করে আল্লাহ তাকে লা'নত করেন। যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে লা'নত করেন।
(মুসলিম, নাসাঈ)
كتاب الصيد والذبائح
أبواب الذبح وما يجب له وما يستحب

باب ما جاء في التسمية والذبح لغير الله
عن أبي الطفيل (2) قال قلنا لعلي رضي الله عنه أخبرنا بشيء أسره إليك رسول الله صلى الله عليه وسلم فقال ما أسره إلى شيئا كتمه الناس ولكن سمعته يقول لعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا (3) ولعن الله من لعن والديه (4) ولعن الله من غير تخوم (5) الأرض يعني المنار
tahqiqতাহকীক:তাহকীক চলমান