মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ২১
শিকার ও যবাহ অধ্যায়
যবাহ এবং এর অত্যাবশ্যকীয় ও মুস্তাহাব বিষয়াবলী
পরিচ্ছেদ: 'বিসমিল্লাহ' বলা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবাহ করা।
পরিচ্ছেদ: 'বিসমিল্লাহ' বলা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে যবাহ করা।
২১। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পিতাকে গালি দেয় সে অভিশপ্ত, যে ব্যক্তি তার মাকে গালি দেয় সে অভিশপ্ত, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু যবাহ করে সে অভিশপ্ত।
(হাদীসটি 'গালি-গালাজ ও অভিশম্পাত করা' অধ্যায়ে বর্ণিত হবে।)
(হাদীসটি 'গালি-গালাজ ও অভিশম্পাত করা' অধ্যায়ে বর্ণিত হবে।)
كتاب الصيد والذبائح
أبواب الذبح وما يجب له وما يستحب
باب ما جاء في التسمية والذبح لغير الله
باب ما جاء في التسمية والذبح لغير الله
عن ابن عباس (1) قال قال النبي صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه ملعون من ذبح لغير الله