মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১৪
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মি'রায (ভারী কাঠ ইত্যাদির দ্বারা আঘাতপ্রাপ্ত) শিকার।
১৪। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমার কুকুর 'বিসমিল্লাহ' বলে ছাড়, এরপর তা অন্য কুকুরের সঙ্গে মিশে তারা একসঙ্গে শিকার করে তবে তুমি তা খাবে না। কেননা, তুমি জান না কোন কুকুর তা ধরেছে। আর যদি তুমি 'বিসমিল্লাহ' বলে তীর নিক্ষেপ কর, এরপর তা শিকারের ওপর বিদ্ধ হয় তবে তা খাবে। যদি তা বিদ্ধ না হয় তবে খাবে না। মি'রাযের (অর্থাৎ ভারী কাঠ ইত্যাদি দ্বারা আঘাত প্রাপ্ত) শিকার খাবে না; তবে যা যবাহ করতে পারবে তা ব্যতিক্রম। বন্দুকের শিকার খাবে না; তবে যা যবাহ করবে তা ব্যতিক্রম।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء في الصيد بالمعراض
وعنه أيضا (6) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أرسلت كلبك وسميت فخالط كلابا أخرى فأخذته جميعا فلا تأكل، فأنك لا تدري أيها أخذه (7)، وإذا رميت فسميت فخرقت فكل، فإن لم يتخرق فلا تأكل (8) ولا تأكل من المعراض إلا ما ذكيت (9) ولا تأكل من البندقة (10) إلا ما ذكيت