মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ১৩
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মি'রায (ভারী কাঠ ইত্যাদির দ্বারা আঘাতপ্রাপ্ত) শিকার।
১৩। 'আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মি'রায দ্বারা শিকার করা সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি তীরের ধারালো অংশ বিদ্ধ হয় তবে তা খাবে আর যদি তার পার্শ্ব দ্বারা আঘাত লাগে, তারপর তা মরে যায় তবে তা খাবে না, কেননা, এটা ওয়াকীয (ছড়ি, পাথর, কাঠ ইত্যাদি যা ধারালো নয়, এমন বস্তু দ্বারা শিকার মারা হলে তা খাওয়া যাবে না।)-এর শ্রেণীভুক্ত হবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء في الصيد بالمعراض
عن عدي بن حاتم (1) قال سألت رسول الله صلى الله عليه وسلم عن صيد المعراض (2) فقال ما أصاب بحده فخزق فكل (3)، وما أصاب بعرضه (4) فقتل فإنه وقيذ (5) فلا تأكل
tahqiqতাহকীক:তাহকীক চলমান