মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১২
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : ধনুক দ্বারা শিকার করা এবং আঘাতপ্রাপ্ত শিকার অদৃশ্য হলে অথবা পানিতে পড়ে গেলে তার বিধান।
১২। তারই সূত্রে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যদি তোমার শিকার পানিতে পড়ে ডুবে যায় তবে তা খাবে না।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب الصيد بالقوس وحكم الرمية إذا غابت أو وقعت في ماء
وعنه أيضاً ان النبي صلى الله عليه وسلم قال: فإذا وقعت رميتك في الماء فغرق فلا تأكل