মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ১১
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : ধনুক দ্বারা শিকার করা এবং আঘাতপ্রাপ্ত শিকার অদৃশ্য হলে অথবা পানিতে পড়ে গেলে তার বিধান।
১১। আদী ইবন হাতিম তাই (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (শিকার সম্বন্ধে) জিজ্ঞাসা করেছি। তিনি বলেন, আমি বলেছি যে, আমাদের এলাকা শিকারের এলাকা। আমাদের কেউ হয়ত শিকারের প্রতি তীর নিক্ষেপ করল তারপর সেটা একরাত বা দুইরাত তার থেকে অদৃশ্য থাকল, তারপর সে সেটাকে পেল এবং দেখল যে, তাতে তার তীর রয়েছে (সে কি তা খেতে পারবে?) তিনি বললেন, যখন তুমি তার মধ্যে তোমার তীর পাবে এবং অন্য কোন চিহ্ন তাতে না পাবে আর তোমার বিশ্বাস হবে যে, তোমার তীরই তাকে মেরেছে, তবে তুমি তা খেতে পার। (অন্য শব্দে: যখন তাতে তোমার তীর পাও আর দেখ যে, তা হতে কোন হিংস্র পশু খায়নি, তবে তুমি খেতে পার।)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب الصيد والذبائح
باب الصيد بالقوس وحكم الرمية إذا غابت أو وقعت في ماء
عن عدي بن حام الطائي (4) قال سألت رسول الله صلى الله عليه وسلم قال قلت إن أرضنا أرض صيد فيرمي أحدنا الصيد فيغيب عنه ليلة أو ليلتين (5) فيعده وفيه سهمه، قال إذا وجدت سهمك ولم تجد فيه أثر غيره وعلمت أن سهمك قتله فكله
tahqiqতাহকীক:তাহকীক চলমান