মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং: ১০
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : ধনুক দ্বারা শিকার করা এবং আঘাতপ্রাপ্ত শিকার অদৃশ্য হলে অথবা পানিতে পড়ে গেলে তার বিধান।
১০। আবু সা'লাবা খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল বলেছেন, যদি তোমার তীর নিক্ষেপ কর আর তা তিনরাত পর্যন্ত অদৃশ্য থাকার পর তার সন্ধান পাও, তবে তুমি সে শিকার খাবে; যাবত না তা দুর্গন্ধযুক্ত হয়।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ)
كتاب الصيد والذبائح
باب الصيد بالقوس وحكم الرمية إذا غابت أو وقعت في ماء
وعن أبي ثعلبة الخشني (2) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رميت بسهمك فغاب ثلاث ليال فأدركته فكل ما لم ينتن
tahqiqতাহকীক:তাহকীক চলমান