মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৯
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : ধনুক দ্বারা শিকার করা এবং আঘাতপ্রাপ্ত শিকার অদৃশ্য হলে অথবা পানিতে পড়ে গেলে তার বিধান।
৯। উকবা ইবন আমির (রা) ও হুযায়ফা ইবন ইয়ামান (রা) থেকে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার ধনুক যা শিকার করে তা তুমি খাও।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদে একজন বর্ণনাকারী 'শুরাহবীল-এর আযাদকৃত দাস, তার নাম উল্লেখ করা হয়নি।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায়নি। এর সনদে একজন বর্ণনাকারী 'শুরাহবীল-এর আযাদকৃত দাস, তার নাম উল্লেখ করা হয়নি।)
كتاب الصيد والذبائح
باب الصيد بالقوس وحكم الرمية إذا غابت أو وقعت في ماء
عن عقبة بن عامر وحذيفة بن اليمان رضي الله عنهما يقولان قال رسول الله صلى الله عليه وسلم كل ما ردت عليك قوسك