মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং:
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: কুকুর বা এরূপ (প্রশিক্ষণপ্রাপ্ত) প্রাণী পাঠানোর সময় 'বিসমিল্লাহ' বলা।
৮। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার আব্বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। মেহমানদের মেহমানদারী করতেন। এভাবেই তিনি অন্যান্য কাজ করতেন। অতঃপর তিনি বললেন তোমার আব্বা যা চেয়েছেন তা পেয়েছেন, অতঃপর আমি বললাম ইয়া রাসূলাল্লাহ যখন আমি কোন জন্তু শিকার করি, তখন তা যবাহ করার জন্য ধারালো পাথর এবং ধারালো কাঠ ব্যতীত কিছু না পাই, তবে কি করব? তিনি বললেন, যা দ্বারা চাও রক্ত প্রবাহিত করবে এবং আল্লাহ তা'আলার নাম উচ্চারণ করবে। আমি বললাম, কিছু খাদ্যবস্তু এমন আছে যা কেবল গোনাহের আশংকায় ছেড়ে দেই। তিনি বললেন, যে ক্ষেত্রে তুমি নাসারাদের মত সাব্যস্ত না হও, তা ছাড়বে না।
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, হাকিম, ইবন হিব্বান। হাকিম (র) হাদীসটিকে বিশুদ্ধ বলেছেন এবং যাহাবী (র) তাকে সমর্থন করেছেন। তবে আবূ দাউদ (র) ও মুনযিরী (র) এ সম্বন্ধে কোন মন্তব্য করেননি।)
كتاب الصيد والذبائح
باب ما جاء في التسمية عند إرسال الكلب ونحوه
وعنه أيضا (6) قال قلت يا رسول الله أرمي الصيد ولا أجد ما أذكيه به إلا المروة (7) والعصار؟ قال أمر (8) الدم بما شئت ثم أذكر اسم الله عز وجل، قلت طعام ما أدعه إلا تحرجا (9) قال ما ضارعت فيه نصرانية فلا تدعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান