মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৭
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: কুকুর বা এরূপ (প্রশিক্ষণপ্রাপ্ত) প্রাণী পাঠানোর সময় 'বিসমিল্লাহ' বলা।
৭। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মি'রায-এর শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তীরের ধারালো অংশ লাগে, তবে তা খাবে আর যদি তার পার্শ্ব দ্বারা আঘাত লাগে তবে তা ওয়াকীয (ছড়ি, পাথর, কাঠ ইত্যাদি যা ধারালো নয়, এমন বস্তু দ্বারা শিকার মারা হলে তা খাওয়া যাবে না।)-এর ন্যায় হারাম। বর্ণনাকারী বলেন, এরপর আমি তাকে কুকুরের শিকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, যদি তুমি 'বিসমিল্লাহ' বলে কুকুর ছেড়ে থাক, আর সে তোমার জন্য শিকার ধরে আনে, তবে তা খাবে। আর যদি তোমার কুকুরের সঙ্গে অন্য কুকুর পাও আর দেখ যে সেই তাকে মেরেছে এবং তুমি আশংকা করেছ যে, সে তাকে তার সঙ্গে নিয়ে গেছে, তবে তুমি সে শিকার খাবে না। কেননা, তুমি কেবল তোমার কুকুরের ওপর আল্লাহর নাম উচ্চারণ করেছ, অন্য কুকুরের ওপর উচ্চারণ কর নি।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء في التسمية عند إرسال الكلب ونحوه
وعنه أيضاً (2) قال سألت رسول الله صلى الله عليه وسلم عن صيد المعراض (3) فقال ما أصاب بجده فكل، وما أصاب بعرضه فهو وقيذ (4) وسألت عن صيد الكلب فقال إذا أرسلت كلبك وذكرت اسم الله عليه فأمسك عليك فكل، وإن وجدت معه كلبا غير كلبك وقد قتله وخشيت أن يكون قد أخذه معه فلا تأكل، فإنك إنما ذكرت اسم الله على كلبك ولم تذكره على غيره