মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ১৫
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : মি'রায (ভারী কাঠ ইত্যাদির দ্বারা আঘাতপ্রাপ্ত) শিকার।
১৫। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা মি'রায দ্বারা শিকারকারী লোক। আমাদের জন্য কোনটা হালাল হবে? তিনি বললেন, মি'রায দ্বারা শিকারকৃত জন্তু খাবে না; তবে যা যবাহ করতে পারবে তা ব্যতিক্রম।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء في الصيد بالمعراض
وعنه أيضاً قلت يا رسول الله إنا قوم نرمي بالمعراض فما يحل لنا؟ قال لا تأكل ما أصبت بالمعراض إلا ما ذكيت