মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮৮
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৮৮। ইয়াহইয়া ইবন গাসসান তায়মী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল কায়সের যে প্রতিনিধিদল নবী (ﷺ)-এর কাছে গিয়েছিল তাদের মধ্যে আমার পিতাও ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে এসব পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, এরপর আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়লাম। তারপর আমরা পরবর্তী বছর তাঁর নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের ভূমি অস্বাস্থ্যকর। আমরা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে তোমরা যে পাত্রে নাবীয তৈরী করা সমীচীন মনে কর তাতেই তৈরী কর। কিন্তু নেশাকর বস্তু পান কর না। সুতরাং যে চায় সে তার পাত্রের মুখ বেঁধে রেখে গোনাহগার হোক।
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن يحيى بن غسان التيمي عن أبيه (1) قال كان أبي في الوفد الذين وفدوا على النبي صلى الله عليه وسلم من عبد قيس فنهاهم عن هذه الأوعية قال فأتخمنا (2) ثم أتيناه العالم المقبل قال فقلنا يا رسول الله أنك نهيتنا عن هذه الأوعية (وفي لفظ فقلنا يا رسول الله إن أرضنا أرض وخمة) فاتخمنا: قال رسول الله صلى الله عليه وسلم انتبذوا فيما بدا لكم ولا تشربوا مسكرا فمن شاء أوكأ سقاءه على أثم
tahqiqতাহকীক:তাহকীক চলমান