মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৮৭
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮৭। সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী (ﷺ) উঠে খুতবাহ দিলেন। সে সময় তিনি কদুর খোলস ও আলকাতরাযুক্ত পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী 'বিকা ইবন ইয়াস'-কে আবূ হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন। এ ছাড়া অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী 'বিকা ইবন ইয়াস'-কে আবূ হাতিম (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অনেকে তাকে দুর্বল বলেছেন। এ ছাড়া অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن سمرة (10) قال قام النبي صلى الله عليه وسلم فخطب فنهى عن الدباء والمزفت