মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৮৬। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন যে, যখন আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল নবী (ﷺ)-এর নিকট আসে, তখন তিনি তাদেরকে মটকা, খেজুর গাছের গোড়া হতে তৈরী পাত্র, আলকাতরাযুক্ত পাত্র এবং মাথা কাটা চামড়ার পাত্র ব্যবহার করতে নিষেধ করেনা। এবং আরো বলা হল, তুমি তোমার চামড়ার তৈরী পাত্রে নাবীয প্রস্তুত করবে, তার মুখ বেঁধে রাখবে এবং মিঠা ও সুস্বাদু অবস্থায় পান করবে। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে এরূপ পাত্রে পান করার অনুমতি দিন। তিনি বললেন, তবে তো তুমি এরূপ (হারাম) বস্তু তাতে তৈরী করবে।
বর্ণনাকারী ইয়াযীদ (র) বলেন, হিশাম (র) স্বীয় হাত সামান্য বের করে বললেন, তবে তো তুমি এরূপ (হারাম) বস্তু তাতে তৈরী করবে।
(হাদীসটি মুসলিম ও আবু দাউদ সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
حدثنا محمد بن جعفر (6) قال حدثنا هشام ويزيد قال أنبأنا هشام عن محمد عن أبي هريرة رضي الله عنه أن وفد عبد القيس حيث قدموا على النبي صلى الله عليه وسلم نهاهم عن الحنتم والنقير والمزفت والمزادة المجبوبة (7) وقيل انتبذ في سقائك (7) وأوكه واشربه حلو طيباً، فقال رجل يا رسول الله ائذن لي في مثل هذا (9) قال إذا تجعلها مثل هذه قال يزيد وفتح هشام يده قليلاً فقال إذا تجعلها مثل هذه وفتح يده شيئًا أرفع من ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৬ | মুসলিম বাংলা