মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৮৯
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৮৯। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল আগমন করে তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রত্যেক ব্যক্তি নিজের হিসাবের দায়িত্বশীল। প্রত্যেক কওম যেন তাদের উপযুক্ত পাত্রে পান করে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। এর সনদে বর্ণনাকারী 'শাহর ইবন হাওশাব'-এর মধ্যে সামান্য দুর্বলতা রয়েছে। তার হাদীস হাসান। এ ছাড়া অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن أبي هريرة (4) قال لما قدم وفد عبد قيس قال رسول الله صلى الله عليه وسلم كل امرئ حسيب نفسه (5) ليشر كل قوم فيما بدا لهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান