মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৭৫
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৫। আমার কাছে বর্ণনা করেছেন আবূ আহমাদ, তিনি বলেন, সুফিয়ান (র) আমার কাছে 'আলী ইবন বাযীমা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমার কাছে কায়স ইবন জাবতার (র) বলেন, আমি ইবন আব্বাস (রা)-কে সাদাবর্ণের মটকা, সবুজবর্ণের মটকা এবং লালবর্ণের মটকা সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেন, নিশ্চয় সর্বপ্রথম আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল এ সম্বন্ধে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞাসা করেছিল। তারা এসে বলল, আমরা গম, ছাতু ইত্যাদি উৎপাদন করি। সুতরাং কোন পাত্রে আমার নাবীয তৈরী করব? তিনি বললেন, তোমরা কদুর খোলস, আলকাতরাযুক্ত পাত্র, খেজুর গাছের গোড়া হতে তৈরী পাত্র এবং সবুজ মটকা দ্বারা পান করো না; বরং তোমরা মশকে পান করবে। এরপর বললেন, নিশ্চয়ই আমার ওপর হারাম করেছেন অথবা বললেন, তিনি মদপান, জুয়াখেলা, তবলা বাজানো হারাম করেছেন। আর প্রত্যেক নেশাকর বস্তু হারাম। বর্ণনাকারী সুফিয়ান (র) বলেন, আমি 'আলী ইবন বাযীমা (র)-কে বললাম, কুবা' কি? তিনি বললেন, তবলা।
(আবু দাউদ। তিনি ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
حدثنا أبو أحمد (1) ثنا سفيان عن على بن بذيمة حدثنى قيس بن جبتر قال سألت ابن عباس عن الجر الأبيض والجر الأخضر والجر الأحمر، فقال ان أول من سأل النبى صلى الله عليه وسلم وفد عبد القيس فقالوا أنا نصيب من الثفل (2) فأى الأسقية؟ فقال لا تشربوا فى الدباء والمزفت والنقير والحنتم واشربوا فى الأسقية، ثم قال إن الله حرم علىّ أو حرم الخمر والميسر والكوبة (3) وكل مسكر حرام: قال سفيان قلت لعلى بن بذيمة ما الكوبة؟ قال الطبل
tahqiqতাহকীক:তাহকীক চলমান