মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৭৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: যে সব পাত্রে নাবীয তৈরী করা নিষেধ এবং এ বিধান রহিত হওয়া প্রসঙ্গ।
৭৬। ফুযায়ল ইবন যায়েদ রাকাশী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় আমরা শরাব নিয়ে আলোচনা করলাম। তিনি বললেন, মদ হারাম। আমি তাকে বললাম, মদ হারাম হওয়ার বিধান তো আল্লাহর কিতাবেই আছে? তিনি বললেন, তবে তুমি জানতে চাও? আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে যা শুনেছি যা জানতে চাও? আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছি যে, তিনি দুব্বা, হানতাম, এবং মুযাফফাত ব্যবহার করতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হানতাম কি? তিনি বললেন, প্রত্যেক আলকাতরাযুক্ত পাত্র, তা চামড়া দ্বারা তৈরী হোক বা অন্যকিছু দ্বারা।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। বর্ণনাকারী ফুযায়ল ইবন যায়দ ব্যতীত সকলে নির্ভরযোগ্য।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ ও তাবারানী বর্ণনা করেছেন। বর্ণনাকারী ফুযায়ল ইবন যায়দ ব্যতীত সকলে নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب الأوعية المنهى عن الانتباذ فيها ونسخ تحريم ذلك
عن الفضيل بن زيد (4) الرقاشى قال كنا عند عبد الله بن مغفل قل فتذاكرنا الشراب فقال الخمر حرام (5) قلت له الخمر حرام فى كتاب الله عز وجل؟ قال فإيش (6) تريد؟ تريد ما سمعت من رسول الله صلى الله عليه وسلم؟ سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن الدباء والحنتم والمزفت، قال قلت ما الحنتم؟ قال كل خضراء أو بيضاء (7) قال قلت ما المزفت؟ قال كل مقير (8) من زق أو غيره