মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৭৩
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭৩। ইকরিমা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তিনি কেবল কাঁচা খেজুরের নাবীয অপছন্দ করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ﷺ)' 'মুয্যা' (কাঁচা ও শুকনো খেজুর মিশ্রিত নাবীয) হতে নিষেধ করেছেন। এ জন্য আমি শুধু কাঁচা খেজুর তৈরী নাবীযকেও অপছন্দ করি।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবূ দাউদ (র) এর সমার্থক বর্ণনা প্রকাশ করেছেন।)
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আবূ দাউদ (র) এর সমার্থক বর্ণনা প্রকাশ করেছেন।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن عكرمة عن أبن عباس (4) أنه كره نبيذ البسر وحده (5) وقال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزّاء فأكره أن يكون البسر وحده