মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৭২
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, শুনে রেখ! নিশ্চয় 'মুযযাত' হারাম। মুযযাত' হল, শুকনো খেজুর ও কাঁচা খেজুর একত্রে মিশানো নাবীয।
(বায়হাকী। হাদীসটির সূত্রে বর্ণনাকারী খালিদ ইবন ফাযার ব্যতীত সকলে নির্ভরযোগ্য।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أنس بن مالك (2) قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن المزّات (3) حرام والمزات خلط التمر والبسر
tahqiqতাহকীক:তাহকীক চলমান