মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৭১
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭১। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক নেশাগ্রস্থ লোককে উপস্থিত করা হল। সে বলল, আমি কিশমিশ ও শুকনো খেজুর খেয়েছি। বর্ণনাকারী বলেন, তিনি তাকে বেত্রাঘাতের শাস্তি দেন এবং এই দু'টি একত্রে মিশাতে নিষেধ করেন।
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن ابن عمر (14) قال أتى رسول الله صلى الله عليه وسلم برجل نشوان (وفي لفظ سكران) فقال قد شربت زبيبًا وتمرًا قال فجلده الحد (1) ونهى أن يخلطا
tahqiqতাহকীক:তাহকীক চলমান