মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৭০
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৭০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কদূর খোলস, সবুজ মটকা, আলকাতরাযুক্ত পাত্র এবং খেজুর গাছের কাণ্ড দ্বারা তৈরী পাত্র হতে এবং পাকা কাঁচা খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন।
(মুসলিম, নাসাঈ)
(মুসলিম, নাসাঈ)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن أبن عباس (11) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الدّباء والحنتم والمزفت والنقير (12) وأن يخلط البلح (13) والزهو