মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ৬৯
পানীয় অধ্যায়
অনুচ্ছেদ: কাঁচা ও শুকনো খেজুর বা আঙ্গুর ও কিশমিশ একত্র করে নাবীয তৈরী করা।
৬৯। কাবশা বিনতে আবি মারয়াম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মু সালামা (রা)-কে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) তার বিবিগণকে যা নিষেধ করেছেন সে সম্বন্ধে আপনি আমাকে সংবাদ দিন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে খেজুর রান্নাকালে বীচি পর্যন্ত রান্না করতে এবং কিশমিশ ও শুকনো খেজুর একত্রে মিশাতে নিষেধ করেছেন।
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সূত্র উত্তম।)
(আবু দাউদ, বায়হাকী। হাদীসটির সূত্র উত্তম।)
كتاب الأشربة
باب ما جاء فى الخليطين
عن كبشة ابنة أبى مريم (9) قالت قلت لأم سلمة أخبرينى ما نهى عنه رسول الله صلى الله عليه وسلم أهله؟ قالت نهانا أن نعجم (10) النوى طبخًا وأن نخلط الزبيب والتمر