মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ২২
তালাক অধ্যায়
পরিচ্ছেদ: ঘুমন্ত ব্যক্তি, শিশু ও মস্তিষ্ক বিকৃত ব্যক্তির তালাক এবং মনে মনে তালাক পতিত হবে না।
২২। আয়েশা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিন প্রকার ব্যক্তি হতে বিধি-বিধান রহিত করা হয়েছে। শিশু হতে, যাবত না সে বয়প্রাপ্ত হয়, ঘুমন্ত ব্যক্তি হতে, যাবত না সে জাগ্রত হয় এবং উন্মাদ হতে, যাবত না সে জ্ঞান ফিরে পায়।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, হাকিম। হায়ছামী (র)-এর মতে হাদীসটির সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। হাকিম (র) বলেছেন, এটা বুখারী মুসলিমের শর্তে উপনীত।)
كتاب الطلاق
باب عدم وقوع الطلاق من النائم والصبي والمجنون وبحديث النفس
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاثة، عن الصبي حتى يحتلم، وعن النائم حتى يستيقظ، وعن المعتوه حتى يعقل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২২ | মুসলিম বাংলা