মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ২১
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : দাস কর্তৃক তালাক প্রদান।
২১। উমর ইবন মু'আত্তিব (র) থেকে বর্ণিত যে, আবু নাওফালের আযাদকৃত দাস আবু হাসান (র) তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি হযরত ইবন আব্বাস (রা)-এর নিকট এমন দাস সম্বন্ধে জিজ্ঞাসা করলেন যার বিবাহে এক দাসী রয়েছে। দাস তাকে দুই তালাক দেয়। এরপর তারা উভয়ে আযাদ হয়। এমতাবস্থায় দাস কি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা করেছেন।
এরূপ (দ্বিতীয় সূত্রে) তিনি আবু নাওফালের আযাদকৃত দাস আবুল হাসান থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত ইবন আব্বাস (রা)-কে এক দাস সম্বন্ধে জিজ্ঞাসা করা হল, যে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে। এরপর তাদের উভয়কে আযাদ করা হয়েছে। সে কি তাকে আবার বিয়ে করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। তাকে বলা হল, এটা কোথেকে বলছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা করেছেন।
এরূপ আবদুল্লাহ (ইবনুল ইমাম আহমাদ (র)) বলেন, আমার পিতা বলেছেন, মা'মার (র)-কে জিজ্ঞাসা করা হল, হে আবু উরওয়া। এই আবূ হাসান কে, যে বিশাল আকারের পাথর নিজের ওপর বহন করেছে (অর্থাৎ তিনি জুমহুর আলিমগণের মতের বিপরীত হাদীস বর্ণনা করেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সূত্রে বর্ণনাকারী উমর ইবন মু'আত্তিব সম্বন্ধে আলী ইবনুল মাদীনী (র) বলেছেন, তার সূত্রে বর্ণিত হাদীস অগ্রহণযোগ্য। অন্য সময় তিনি বলেছেন যে, আমর ইবন মু'আত্তিব অজ্ঞাত। নাসাঈ (র) বলেছেন, আমর ইবন মু'আত্তিব শক্তিশালী নন। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বর্ণনাকারীগণের অন্তর্ভুক্ত করেছেন। বুখারী (র) দুর্বল বর্ণনাকারীগণের তালিকায় তার নাম উল্লেখ করেন নি। সুতরাং তার সূত্রে বর্ণিত হাদীস হাসান স্তরের হবে।)
এরূপ (দ্বিতীয় সূত্রে) তিনি আবু নাওফালের আযাদকৃত দাস আবুল হাসান থেকে বর্ণনা করেন। তিনি বলেন, হযরত ইবন আব্বাস (রা)-কে এক দাস সম্বন্ধে জিজ্ঞাসা করা হল, যে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে। এরপর তাদের উভয়কে আযাদ করা হয়েছে। সে কি তাকে আবার বিয়ে করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। তাকে বলা হল, এটা কোথেকে বলছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ফয়সালা করেছেন।
এরূপ আবদুল্লাহ (ইবনুল ইমাম আহমাদ (র)) বলেন, আমার পিতা বলেছেন, মা'মার (র)-কে জিজ্ঞাসা করা হল, হে আবু উরওয়া। এই আবূ হাসান কে, যে বিশাল আকারের পাথর নিজের ওপর বহন করেছে (অর্থাৎ তিনি জুমহুর আলিমগণের মতের বিপরীত হাদীস বর্ণনা করেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। হাদীসটির সূত্রে বর্ণনাকারী উমর ইবন মু'আত্তিব সম্বন্ধে আলী ইবনুল মাদীনী (র) বলেছেন, তার সূত্রে বর্ণিত হাদীস অগ্রহণযোগ্য। অন্য সময় তিনি বলেছেন যে, আমর ইবন মু'আত্তিব অজ্ঞাত। নাসাঈ (র) বলেছেন, আমর ইবন মু'আত্তিব শক্তিশালী নন। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বর্ণনাকারীগণের অন্তর্ভুক্ত করেছেন। বুখারী (র) দুর্বল বর্ণনাকারীগণের তালিকায় তার নাম উল্লেখ করেন নি। সুতরাং তার সূত্রে বর্ণিত হাদীস হাসান স্তরের হবে।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق العبد
عن عمرو بن معتب أن أبا حسن مولى أبي نوفل أخبره أنه استفتى ابن عباس في مملوك تحته مملوكة فطلقها تطليقتين ثم عتقا هل يصلح له أن يخطبها؟ قال نعم قضى بذلك رسول الله صلى الله عليه وسلم (وعنه من طريق ثان) عن مولى بني نوفل يعني أبا الحسن قال سئل ابن عباس عن عبد طلق امرأته بطلقتين ثم عتقا أيتزوجها؟ قال نعم، قيل عمن؟ قال أفتى بذلك رسول الله صلى الله عليه وسلم قال عبد الله (يعني ابن الإمام أحمد) قال أبي قيل لمعمر يا أبا عروة من أبو حسن هذا؟ لقد تحمل صخرة عظيمة