মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ২০
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : চাপ প্রয়োগকৃত ব্যক্তির তালাক এবং বিবাহের পূর্বে শর্তযুক্ত তালাক প্রসঙ্গ।
২০। 'আমর ইব্‌ন্ শু'আয়ব (র) তার পিতা থেকে, তিনি তার দাদা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যে মহিলা স্বীয় অধিকারে নেই তাকে তালাক দিলে তালাক হয় না। যে দাসের উপর মালিকানা নেই তাকে আযাদ করা যায় না। যে পণ্য অধিকারে নেই তা বিক্রি করা যায় না।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ। আবূ দাউদ (র) এবং মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি। তিরমিযী (র) বলেছেন, এটা হাসান সহীহ।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق المكره ومن علق الطلاق قبل النكاح
عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال ليس على رجل طلاق فيما لا يملك ولا عتاق فيما لا يملك ولا بيع فيما لا يملك
tahqiqতাহকীক:তাহকীক চলমান