মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ১৯
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : চাপ প্রয়োগকৃত ব্যক্তির তালাক এবং বিবাহের পূর্বে শর্তযুক্ত তালাক প্রসঙ্গ।
১৯। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, বলপ্রয়োগে তালাক প্রদান এবং আযাদকরণ গ্রহণযোগ্য নয়।
(আবূ দাউদ, ইবন মাজাহ, হাকিম। মুসলিমের শর্তানুযায়ী হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন। তবে ইমাম যাহাবী (র) তাকে রদ করেছেন। তিনি বলেছেন, বর্ণনাকারী মুহাম্মাদ ইবন ওবায়দ মুসলিমের নিকট নির্ভরযোগ্য নন। আবূ হাতিম (র) বলেছেন, তিনি দুর্বল। তবে ইবন হিব্বান (র) তাকে নির্ভরযোগ্য বলেছেন। হাকিম (র) হাদীসটিকে আরও এক সূত্রে বর্ণনা করেছেন, তাতে মুহাম্মাদ ইব্‌ন হাতিম নেই।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق المكره ومن علق الطلاق قبل النكاح
عن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا طلاق ولا عتاق في إغلاق
tahqiqতাহকীক:তাহকীক চলমান