মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ১৮
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : ইঙ্গিতসূচক শব্দে তালাক, যদি স্বামী তালাকের নিয়ত করে এবং স্ত্রীকে ইখতিয়ার প্রদান প্রসঙ্গ।
১৮। ইসমা'ঈল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে ইয়াহইয়া ইবন আবি কাসীর (র) পত্রযোগে 'ইকরিমা (র) থেকে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) বলতেন, হারাম একটি শপথ। (অর্থাৎ যদি কেউ তার স্ত্রীকে বলে, 'তুমি আমার উপর হারাম' তবে এটা শপথের শ্রেণীভুক্ত হবে) যার কাফ্ফারা দিতে হবে।
(বায়হাকী। বর্ণনাটির সূত্রে সংযোগ বিচ্ছিন্নতা থাকার কারণে তা দুর্বল। কেননা, বর্ণনাকারী 'ইকরিমা হযরত উমর (রা)-এর সাক্ষাত পান নি।)
হিশাম (র) বলেন, ইয়াহইয়া (র) আমার নিকট লিখেছেন, তিনি ইয়া'লা ইবন হাকীম (র) সূত্রে সাঈদ ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণনা করেন যে, হযরত ইবন 'আব্বাস (রা) কারও নিজ স্ত্রীকে 'হারাম' বলা সম্পর্কে বলতেন, এটা শপথ। এর কাফ্ফারা দিতে হবে। এরপর ইবন 'আব্বাস (রা) বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ)র মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)।
كتاب الطلاق
باب ما جاء في الطلاق بالكناية إذا نواه وتخيير الزوجة
حدثنا إسماعيل أنبأنا هشام قال كتب إلي يحيى بن أبي كثير يحدث عن عكرمة أن عمر رضي الله عنه كان يقول في الحرام يمين يكفرها قال هشام وكتب إلي يحيى يحدث عن يعلى بن حكيم عن سعيد بن جبير أن ابن عباس كان يقول في الحرام يمين يكفرها فقال ابن عباس لقد كان لكم في رسول الله أسوة حسنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান