মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ১৭
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : ইঙ্গিতসূচক শব্দে তালাক, যদি স্বামী তালাকের নিয়ত করে এবং স্ত্রীকে ইখতিয়ার প্রদান প্রসঙ্গ।
১৭। কা'ব ইবন মালিক (রা)-এর তাবুক যুদ্ধে অংশগ্রহণ করা হতে বিরত থাকা সম্বন্ধে বর্ণিত হাদীসে আছে, নবী (ﷺ) ও তার সাহাবীগণ তাকে ও তার দুই সাথীকে তাদের তাওবা কবুল হওয়ার নির্দেশ অবতীর্ণ হওয়ার পূর্বে বয়কট করেছিলেন। তিনি বলেন, যখন এভাবে পঞ্চাশ দিনের মধ্যে চল্লিশ দিন অতিবাহিত হয় তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত আমার নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আপনাকে নির্দেশ দিয়েছেন যেন আপনি আপনার স্ত্রী হতে দূরে থাকেন। কা'ব (রা) বলেন, তখন আমি বললাম, আমি তাকে তালাক দিব, না কি করব? তিনি বললেন, না, বরং তার থেকে দূরে থাকুন, তার কাছে যাবেন না। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার অপর দুই সাথীর নিকটও অনুরূপ নির্দেশ পাঠান। তিনি বলেন, এরপর আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমাদের পরিবারের নিকট যাও, তাদের নিকট অবস্থান কর, যাবত না আল্লাহ এ বিষয়ে কোন নির্দেশ দেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
كتاب الطلاق
باب ما جاء في الطلاق بالكناية إذا نواه وتخيير الزوجة
عن كعب بن مالك رضي الله عنه في حديث تخلفه عن غزوة تبوك وقد هجره وصاحبيه النبي صلى الله عليه وسلم والصحابة رضي الله عنهم قبل نزول توبتهم قال حتى إذا مضت أربعون ليلة من الخمسين إذا برسول الله صلى الله عليه وسلم يأتيني فقال إن رسول الله صلى الله عليه وسلم يأمرك أن تعتزل امرأتك، قال فقلت أطلقها أم ماذا أفعل؟ قال بل اعتزلها فلا تقربها، قال وأرسل إلى صاحبي بمثل ذلك، قال فقلت لامرأتي الحقي بأهلك فكوني عندهم حتى يقضي الله في هذا الأمر الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান