মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ১৬
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : ইঙ্গিতসূচক শব্দে তালাক, যদি স্বামী তালাকের নিয়ত করে এবং স্ত্রীকে ইখতিয়ার প্রদান প্রসঙ্গ।
১৬। আবু উসায়দ সা'ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জাওন গোত্রের জনৈক মহিলাকে আনা হলে তিনি তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার নিকট সমর্পণ কর। সে বলল, কোন রাণী কি নিজেকে তার কোন প্রজার নিকট সমর্পন করতে পারে? সে আরো বলল, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বললেন, নিশ্চয়ই তুমি উপযুক্ত সত্তার আশ্রয় নিয়েছ। (বর্ণনাকারী বলেন) এরপর তিনি আমাদের নিকট এসে বললেন, হে আবূ উসায়দ! তাকে দু'টি কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও।
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ, ইবন আবি শায়বা ও অন্যান্য)
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ, ইবন আবি শায়বা ও অন্যান্য)
كتاب الطلاق
باب ما جاء في الطلاق بالكناية إذا نواه وتخيير الزوجة
عن أبي أسيد الساعدي أن رسول الله صلى الله عليه وسلم لما أوتي بالجونية ودخل عليها قال هبي لي نفسك قالت وهل تهب الملائكة نفسها للسوقة؟ قالت إني أعوذ بالله منك قال لقد عذت بمعاذ ثم خرج علينا فقال يا أبا أسيد أكسها رازقيتين وألحقها بأهلها