মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তালাক অধ্যায়

হাদীস নং: ১৫
তালাক অধ্যায়
পরিচ্ছেদ : ইঙ্গিতসূচক শব্দে তালাক, যদি স্বামী তালাকের নিয়ত করে এবং স্ত্রীকে ইখতিয়ার প্রদান প্রসঙ্গ।
১৫। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, নবী (ﷺ) তাঁর সহধর্মিণীগণকে দুনিয়া ও আখিরাত গ্রহণের ব্যাপারে ইখতিয়ার দিলেন। কিন্তু তিনি তাদেরকে তালাকের ইখতিয়ার দেন নি।
(হাদীসটির সনদে বর্ণনাকারী মুহাম্মদ ইবন উবায়দিল্লাহ ইবন রাফি' দুর্বল। যাহাবী (র) বলেছেন, 'মুহাম্মাদ ইবন উবায়দিল্লাহ ইবন আবি রাফি' তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে এ সূত্রটিকে হাদীসবিশারদগণ দুর্বল বলেছেন। বুখারী (র) বলেছেন, তার সূত্রে বর্ণিত হাদীস অগ্রহণযোগ্য।)
كتاب الطلاق
باب ما جاء في الطلاق بالكناية إذا نواه وتخيير الزوجة
عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم خير نساءه الدنيا والآخرة (وفي رواية بين الدنيا والآخرة) ولم يخيرهن الطلاق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৫ | মুসলিম বাংলা