মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ১৩
তালাক অধ্যায়
পরিচ্ছেদ: একত্রে বা পৃথকভাবে তিন তালাক প্রসঙ্গ।
১৩। সাহল ইবন সা'দ সা'ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন বনু 'আজলান গোত্রের উওয়ায়মির (রা) তার স্ত্রীর সঙ্গে লি'আন করেন তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ), যদি আমি তাকে আটকে রাখি তবে তা জুলুম হবে। তাকে তালাক, তাকে তালাক, তাকে তালাক। অন্য শব্দে : এরপর নবী (ﷺ) নির্দেশ দানের পূর্বে তিনি তাকে তিন তালাক দেন। (অন্য শব্দেঃ) বর্ণনাকারী বলেন, তারপর এটাই লি'আনের নিয়ম হয়ে গেল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الطلاق
باب ما جاء في طلاق الثلاث مجتمعا ومتفرقا
عن سهل بن سعد الساعدي قال لما لا عن عويمر أخوبني العجلان امرأته قال يا رسول الله ظلمتها إن أمسكتها، هي الطلاق وهي الطلاق وهي الطلاق (وفي لفظ) فطلقها ثلاثا قبل أن يأمره النبي صلى الله عليه وسلم (وفي لفظ) قال فصارت سنة المتلاعنين