মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ১২
তালাক অধ্যায়
পরিচ্ছেদ: একত্রে বা পৃথকভাবে তিন তালাক প্রসঙ্গ।
১২। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ও আবূ বাকর (রা)-এর যুগে এবং উমর ইবনুল খাত্তাব (রা)-এর শাসনামলের দু' বছর তিন তালাককে এক তালাক ধরা হত। তখন উমর (রা) বললেন, লোকেরা একটি বিষয়ে অতি তাড়াহুড়া করেছে, যাতে তাদের ধৈর্য ধারণ করা উচিত ছিল। এখন যদি আমরা বিষয়টি তাদের জন্য কার্যকর করি, (তবে এটাই তাদের জন্য কল্যাণকর হবে।) সুতরাং তিনি এটা (তিন তালাকের ক্ষেত্রে তিন তালাকই পতিত হওয়ার বিধান) তাদের জন্য কার্যকর করে দিলেন।
(মুসলিম ও অন্যান্য। আবূ দাউদ (র)ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তাতে অতিরিক্ত আছে, রাসূলুল্লাহ (ﷺ)- এর যুগে কেউ তার স্ত্রীকে সহবাসের পূর্বে তিন তালাক দিলে তা এক তালাক ধরা হত। কিন্তু নববী (ﷺ) (র) আবু দাউদ-এর বর্ণনাকে দূর্বল সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন, হাদীসটি আইয়ূব সাখতিয়ানী (র) অজ্ঞাত কিছু লোক সূত্রে বর্ণনা করেছেন। সুতরাং এটা হুজ্জত হতে পারে না।)
(মুসলিম ও অন্যান্য। আবূ দাউদ (র)ও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে তাতে অতিরিক্ত আছে, রাসূলুল্লাহ (ﷺ)- এর যুগে কেউ তার স্ত্রীকে সহবাসের পূর্বে তিন তালাক দিলে তা এক তালাক ধরা হত। কিন্তু নববী (ﷺ) (র) আবু দাউদ-এর বর্ণনাকে দূর্বল সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন, হাদীসটি আইয়ূব সাখতিয়ানী (র) অজ্ঞাত কিছু লোক সূত্রে বর্ণনা করেছেন। সুতরাং এটা হুজ্জত হতে পারে না।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق الثلاث مجتمعا ومتفرقا
عن ابن عباس قال كن الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وسنتين من خلافة عمر بن الخطاب طلاق الثلاث واحدة، فقال عمر إن الناس قد استعجلوا في أمر كان لهم فيه أناة فلو أمضينا عليهم فأمضاه عليهم