মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তালাক অধ্যায়
হাদীস নং: ১১
তালাক অধ্যায়
পরিচ্ছেদ: একত্রে বা পৃথকভাবে তিন তালাক প্রসঙ্গ।
১১। ইবন আব্বাস (রা)-এর আযাদকৃত দাস 'ইকরিমা (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বনু মুত্তালিব সম্প্রদায়ের রুকানা ইবন আবদি ইয়াযীদ (রা) তার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক প্রদান করেন। পরে তিনি তার প্রতি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি কিভাবে তালাক দিয়েছ? তিনি বললেন, আমি তাকে তিন তালাক দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, এক বৈঠকে দিয়েছ? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তবে এটা এক তালাক হয়েছে, যদি তুমি চাও তবে তাকে ফিরিয়ে আনতে পার। বর্ণনাকারী বলেন, এরপর তিনি তাকে ফিরিয়ে আনেন। (বর্ণনাকারী বলেন) এ জন্য ইবন আব্বাস (রা) মনে করেন যে, তালাক কেবল তুহুর (দুই হায়েযের মধ্যবর্তী সময়)-এর মধ্যে দিতে হয়। (অথ্যাৎ যে ব্যক্তি স্ত্রীকে তালাক দিতে চায় সে প্রত্যেক তুহুরে এক তালাক দিবে। এভাবে তিন তুহুরে তিন তালাক পূর্ণ করবে।)
(হাফিয (র) বলেছেন, হাদীসটি আহমাদ (র) ও আবূ ইয়া'লা (র) বর্ণনা করেছেন এবং তাঁরা এটাকে সহীহ বলেছেন। হাফিয ইবন কায়্যিম (র) বলেছেন, আহমাদ (র) এর সনদকে সহীহ ও হাসান বলেছেন।)
(হাফিয (র) বলেছেন, হাদীসটি আহমাদ (র) ও আবূ ইয়া'লা (র) বর্ণনা করেছেন এবং তাঁরা এটাকে সহীহ বলেছেন। হাফিয ইবন কায়্যিম (র) বলেছেন, আহমাদ (র) এর সনদকে সহীহ ও হাসান বলেছেন।)
كتاب الطلاق
باب ما جاء في طلاق الثلاث مجتمعا ومتفرقا
عن عكرمة مولى ابن عباس عن ابن عباس قال طلق ركانه بن عبد يزيد أخو بني مطلب امرأته ثلاثا في مجلس واحد فحزن عليها حزنا شديدا قال فسأله رسول الله صلى الله عليه وسلم كيف طلقتها؟ قال طلقتها ثلاثا، قال فقال في مجلس واحد؟ قال نعم، قال فإنما تلك واحدة فارجعها إن شئت، قال فرجعها فكان ابن عباس يرى إنما الطلاق عند كل طهر