মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৮২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮২। আতা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ইবন আব্বাস (রা) এর সাথে সারিফ নামক স্থানে নবী (ﷺ) এর স্ত্রী মায়মুনা (রা) এর জানাযায় উপস্থিত হলাম। তিনি বলেন, ইবন আব্বাস (রা) বললেন, ইনি মায়মুনা (রা)। তোমরা তাঁর লাশকে ধীর-স্থীরভাবে উঠাবে, তাকে কোন ঝাকুনি দিবে না, কেননা রাসূলুল্লাহ (ﷺ)-এর নয়জন স্ত্রী ছিলেন। তিনি আটজনের জন্য পালাবণ্টন করতেন, আর একজনের জন্য বণ্টন করতেন না।
আতা (রা) বলেন, যার জন্য তিনি পালাবণ্টন করতেন না তিনি সাফিয়্যা (রা)।
(পরবর্তী অধ্যায়ে বর্ণিত হবে যে তিনি সাওদা (রা)। মুসলিম)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن عطاء (3) قال حضرنا مع ابن عباس جنازة ميمونة زوج النبى صلى الله عليه وسلم بسرف (4) قال فقال ابن عباس هذه ميمونة اذا رفعتم نعشها فلا تزعزعوها (5) ولا تزلزلوها فان رسول الله صلى الله عليه وسلم كان عنده تسع نسوة (6) وكان يقسم لثمان وواحدة لم يكن ليقسم لها, قال عطاء التى لم يكن يقسم لها صفية
tahqiqতাহকীক:তাহকীক চলমান