মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৮১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮১। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের মধ্যে পালাক্রম রক্ষা করতেন এবং ইনসাফ করতেন। আর বলতেন: এ আমার বণ্টন। অতঃপর বলতেন: হে আল্লাহ, এ আমার কাজ আমার ক্ষমতা অনুযায়ী। সুতরাং আপনি আমাকে শাস্তি দিবেন না ঐ বিষয়ে যে বিষয় আপনার হাতে, আমার হাত নয়।
(দারিমী, ইবন হিব্বান, হাকিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। ইবন হিব্বান এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আর যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن عائشة رضى الله عنها (9) قالت كان رسول الله صلى الله عليه وسلم يقسم بين نسائه فيعدل ويقول هذه قسمتى (1) ثم يقول اللهم هذا فعلى فيما أملك (2) فلا تلمنى فيما تملك ولا أملك
tahqiqতাহকীক:তাহকীক চলমান