মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৮০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব এবং যে ক্ষেত্রে সমতা রক্ষা ওয়াজিব নয়।
২৮০। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারো দু'জন স্ত্রী থাকে, আর সে তাদের এক জনের প্রতি ঝুঁকে পড়ে এবং তাকে বেশী ভালবাসে তাহলে কিয়ামতের দিন তার এক পাশ কাত হওয়া অবস্থায় উপস্থিত হবে।
(দারিমী, ইবন হিব্বান, হাকিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب فيما يجب فيه التعديل بين الزوجات ومالا يجب
عن أبى هريرة (7) قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له امرأتان يميل لأحداهما على الأخرى جاء يوم القيامة وأحد شقية ساقط
tahqiqতাহকীক:তাহকীক চলমান