মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৭৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে সময় বণ্টন এবং স্বামীর কুমারী ও অকুমারী স্ত্রীর সাথে অবস্থানের সময়কাল।
২৭৯। উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁকে বিবাহ করেন তখন তাঁর কাছে তিনদিন অবস্থান করেন। আর বলেন, তোমার স্বামীর পক্ষ হতে তোমাকে অমর্যাদা করা হবে না। যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য সাতদিন নির্ধারিত করি তাহলে আমার অন্য স্ত্রীদের জন্যও সাতদিন নির্ধারিত করব।
(অন্য এক বর্ণনায় আছে, তিনি বলেছেন) তোমার স্বামীর কাছে তোমার মর্যাদা রয়েছে। এ হাদীসের বর্ণনাকারী বলেন, তিনি তাঁর কাছে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলেন। অতঃপর বললেন, যদি তুমি চাও তাহলে তোমার জন্য সাতদিন নির্ধারিত করব। আর যদি তোমার জন্য সাতদিন নির্ধারিত করি আমার অন্য স্ত্রীদের জন্যও সাতদিন নির্ধারিত করব। আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য (সাধারণ নিয়ম অনুযায়ী) পালাবণ্টন করব। তিনি বললেন, না, বরং আপনি আমার জন্য পালাবণ্টন করুন।
(মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ, দারিমী, বায়হাকী, দারা কুতনী, মালিক, শাফিয়ী।)
كتاب النكاح
باب القسم بين الزوجات ومدة اقامة الزوج عند البكر والثيب
عن أم سلمة (2) ان رسول الله صلى الله عليه وسلم لما تزوجها أقام عندها ثلاثة أيام وقال إنه ليس بك على أهلك هوان (3) ,غن شئت سبعت لك (4) , وان سبعت لك سبعت لنسائى (وفى لفظ قال) (5) ان بك على أهلك كرامة, قال الراوى فاقام عندها الى العشىّ (6) ثم قال ان شئت سبعت لك وان سبعت لك سبعت لسائر نسائى, وان شئت قسمت لك, قالت لا بل اقسم لى
tahqiqতাহকীক:তাহকীক চলমান