মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৭৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে সময় বণ্টন এবং স্বামীর কুমারী ও অকুমারী স্ত্রীর সাথে অবস্থানের সময়কাল।
২৭৮। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন সফিয়্যা (রা) কে বিয়ে করেন তখন তাঁর কাছে তিনদিন অবস্থান করেন। আর তিনি অকুমারী ছিলেন।
(আবূ দাউদ, নাসাই, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবূ দাউদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(আবূ দাউদ, নাসাই, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবূ দাউদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب النكاح
باب القسم بين الزوجات ومدة اقامة الزوج عند البكر والثيب
عن أنس بن مالك (1) قال لما اتخذ رسول الله صلى الله عليه وسلم صفية أقام عندها ثلاثا وكانت ثيبا