মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৭৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: স্ত্রীদের মধ্যে সময় বণ্টন এবং স্বামীর কুমারী ও অকুমারী স্ত্রীর সাথে অবস্থানের সময়কাল।
২৭৭। আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি কুমারীকে বিয়ে করে তাহলে তার কাছে তিনদিন অবস্থান করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারও হাদীসটি পাইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে হাজ্জাজ ইবন আরতাহ আছেন। তিনি মুদাল্লিস। এর অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারও হাদীসটি পাইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন। এর সনদে হাজ্জাজ ইবন আরতাহ আছেন। তিনি মুদাল্লিস। এর অন্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب القسم بين الزوجات ومدة اقامة الزوج عند البكر والثيب
عن عمرو بن شعيب (13) عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال إذا تزوج الرجل البكر أقام عندها ثلاثة أيام