মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৭৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সদ্ভাবে জীবন যাপন ও উত্তম আচার-ব্যবহার।
২৭৬। হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, আমি মেয়েদের আকৃতির পুতুল দিয়ে খেলা করতাম। আমার সঙ্গিনীরা এসে আমার সাথে খেলা করত। তারা রাসূলুল্লাহ (ﷺ)কে দেখলে পর্দার আড়ালে অদৃশ্য হত। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে আমার কাছে উপস্থিত করতেন। আর তারা আমার সাথে খেলা করত।
(বুখারী, মুসলিম এবং অন্যরা।)
(বুখারী, মুসলিম এবং অন্যরা।)
كتاب النكاح
باب فضل احسان العشرة وحسن العشرة وحسن الخلق مع الزوجة
وعنها رضى الله عنها (10) قالت كنت العب بالبنات (11) ويجئ صواحبى فيلعبن معى فاذا رأين رسول الله صلى الله عليه وسلم أنقمعن (12) وكان رسول الله صلى الله عليه وسلم يدخلهن علىَّ فيلعبن معى