মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৭৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সদ্ভাবে জীবন যাপন ও উত্তম আচার-ব্যবহার।
২৭৫। এ হাদীসটিও তাঁর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে আমার কামরার দরজায় দাঁড়াতে দেখেছি। যখন হাবশার লোকেরা ছোট বর্শা দিয়ে খেলা করছিল। তিনি তাঁর চাদর দিয়ে আমাকে পর্দা করেছেন যেন আমি তাদের খেলা দেখতে পারি। অতঃপর আমি নিজে ফিরে না যাওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকেন।
(বুখারী, মুসলিম, এবং অন্যরা। দু' ঈদের পর্বে 'ঈদের দিন তাম্বুরা বাজান এবং খেলা করা' শীর্ষক পরিচ্ছেদে এর সমর্থক হাদীস বর্ণিত আছে।)
(বুখারী, মুসলিম, এবং অন্যরা। দু' ঈদের পর্বে 'ঈদের দিন তাম্বুরা বাজান এবং খেলা করা' শীর্ষক পরিচ্ছেদে এর সমর্থক হাদীস বর্ণিত আছে।)
كتاب النكاح
باب فضل احسان العشرة وحسن العشرة وحسن الخلق مع الزوجة
وعنها أيضا (9) قالت لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقوم على باب حجرتى والحبشة يلعبون بحرابهم يسترنى بردائه لكى أنظر الى لعبهم ثم يقوم حتى أكون أنا التى أنصرف