মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৬৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সদ্ভাবে জীবন যাপন ও উত্তম আচার-ব্যবহার।
২৬৭। আবু যর (রা) থেকে বর্ণিত, এক দীর্ঘ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমার জন্য তোমার স্ত্রীর সাথে সহবাস করাতে সওয়াব আছে। আবু যর (রা) বললেন, আমার যৌন কামনা পূরনে আমার জন্য কিরূপে সওয়াব হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি আমাকে অবহিত কর যদি তোমার ছেলে থাকে, আর তার বয়ঃপ্রাপ্ত হওয়াতে তুমি তার থেকে কল্যাণের আশা কর। অতঃপর সে মারা যায় তাহলে তুমি কি তার মৃত্যুতে ধৈর্য ধারণ করে সওয়াবের আশা করবে? আমি বললাম, হাঁ, তিনি বললেন, তুমি তাকে সৃষ্টি করেছ? তিনি বললেন, বরং আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। তিনি বললেন, তুমি তাকে হিদায়েত করেছ? তিনি বললেন, বরং আল্লাহ তাকে হিদায়েত করেছেন। তিনি বললেন, তুমি তাকে রিযিক দান করেছ? তিনি বললেন, বরং আল্লাহ তাকে রিযিক দিতেন। তিনি বললেন, অনুরূপ, তুমি তোমার যৌন কামনা হালালে পূরণ করবে, আর তা হারামে পূরণ করা থেকে দূরে থাকবে। যদি আল্লাহ চান তাহলে তোমার বীর্য দ্বারা সন্তান সৃষ্টি করবেন। আর যদি চান তাতে সন্তান সৃষ্টি করবেন না। আর তোমার সওয়াব হবে।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যার উল্লেখ হয়েছে যাকাতের পর্বের যে সকল গুনকে সদকার অন্তর্ভুক্ত করা হয় সে অধ্যায়ে। হাদীসটি সহীহ। মুসলিম এবং অন্যরা হাদীসটিকে বর্ণনা করেছেন।)
كتاب النكاح
باب فضل احسان العشرة وحسن العشرة وحسن الخلق مع الزوجة
عن أبى زر فى حديث طويل (9) ان رسول الله صلى الله عليه وسلم قال ولك فى جماع زوجتك أجر، فقال أبو زر وكيف يكون لى أجر فى شهوتى؟ فقال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو كان لك ولد فأدرك ورجوت خيره فمات أكنت تحستسب به؟ قلت نعم، قال فانت خلقته؟ قال بل الله خلقه، قال فأنت هديته؟ قال بل الله هداه، قال فآنت ترزقه؟ قال بل الله كان يرزقه، قال كذلك فضعه فى حلال وجنبه حرامه فان شاء الله أحياه وان شاء أمانه ولك أجر
tahqiqতাহকীক:তাহকীক চলমান