মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২৬৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সদ্ভাবে জীবন যাপন ও উত্তম আচার-ব্যবহার।
২৬৬। ইরবাদ ইবন সারীয়া (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, "যদি কোন স্বামী তার স্ত্রীকে পানি পান করায় তাহলে সওয়াব পাবে।” তিনি বলেন, আমি আমার স্ত্রীর কাছে এসে তাকে পানি পান করালাম আর রাসূলুল্লাহ (ﷺ) থেকে যে হাদীস শুনেছি তা তাকে শুনালাম।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কেউর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদ উত্তম।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কেউর নিকট হাদীসটি অবগত হইনি। এর সনদ উত্তম।)
كتاب النكاح
باب فضل احسان العشرة وحسن العشرة وحسن الخلق مع الزوجة
عن العرباض بن سارية (7) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الرجل اذا سقى امرأته من الماء أجر، قال فاتيتها (8) فسقيتها وحدثتها بما سمعت من رسول الله صلى الله عليه وسلم