মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ২৬৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: সদ্ভাবে জীবন যাপন ও উত্তম আচার-ব্যবহার।
২৬৮। নুমান ইবন বশীর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর (রা) এসে নবী (ﷺ) এর সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। আর তিনি আয়েশা (রা) কে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে উচ্চস্বরে কথা বলতে শুনলেন। তিনি তাঁকে অনুমতি দিলে প্রবেশ করলেন তারপর 'আয়েশা (রা) কে ধরে বললেন, উম্মে রুমান (রা)-এর মেয়ে! তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উচ্চ স্বরে কথা বলছ? তখন নবী (ﷺ) তাঁর এবং আয়েশা (রা)-এর মাঝে আড়াল হয়ে দাঁড়ালেন। আবূ বকর (রা) চলে গেলে নবী (ﷺ) তাঁকে সন্তুষ্ট করার জন্য বললেন, তুমি দেখনি আমি লোকটি এবং তোমার মাঝে আড়াল হয়ে দাঁড়িয়েছি? তিনি বলেন, পরক্ষণে আবূ বকর (রা)-এসে তাঁর সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। তিনি তখন তাঁকে এবং আয়েশা (রা)-কে হাসতে দেখলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। তিনি প্রবেশ করে তাঁকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনারা আমাকে আপনাদের সন্ধিতে অংশীদার করুন যেরূপ আপনারা আমাকে আপনাদের লড়াইতে অংশীদার করেছেন।
(আবু দাউদ, নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب فضل احسان العشرة وحسن العشرة وحسن الخلق مع الزوجة
عن النعمان بن بشير(10) قال جاء أبو بكر يستأذن على النبى صلى الله عليه وسلم فسمع عائشة وهي رافعة صوتك على رسول الله صلى فاذن له فدخل، فقال يا ابنة أم ابنة أم رومان (1) وتناولها (2) أترفعين صوتك على رسول الله صلى الله عليه وسلم يقول لها يترضاها (3) ألا ترين أني قد حلت بين الرجل وبينك قال ثم جاء أبو بكر (4) فاستاذن عليه فوجد يضاحكها، قال فأذن له فدخل فقال له أبو بكر يا رسول الله أشركانى فى سلمكما (5) كما اشر كتمانى فى حربكما
tahqiqতাহকীক:তাহকীক চলমান